চট্টগ্রাম ব্যুরো: গতকাল ১৫ মে বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) এর কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর ২৪তম সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোঃ ওসমান, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. নুরুল আবছার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ডিরেক্টর প্রফেসর আব্দুল কাদের তালুকদার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ এ. আজিম, প্রক্টর মোঃ আবু জাবেদ, ব্যবসায় প্রশাসনের প্রধান ড.শাকিল আহমেদ, সিএসই বিভাগের প্রধান জিয়াউর রহমান, ইংরেজি বিভাগের প্রধান জনাব মো: জিয়াউল হক, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক এস.এম. শহিদুল আলম, পাবলিক হেলথ বিভাগের প্রধান মোহাম্মদ ইনজামুল হক, মেকানিক্যাল বিভাগের কোঅর্ডিনেটর ওয়াজেদ ইবনে নূর, ইইই বিভাগের কোঅর্ডিনেটর মিস তাজকিয়া সাইমা চৌধুরী, ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. ওবাইদুল্লাহ্, স্কুল অব বিজনেস বিভাগের প্রভাষক ড. উওম বড়ুয়া, সিনিয়র এডমিন অফিসার মোঃ আকরামউদুল্লাহ, ক্যাম্পাস কো অর্ডিনেটর মোহাম্মদ গিয়াস উদ্দীন আইকিউএসি এর সভায় বিভিন্ন বিভাগের প্রোগ্রাম এক্রিডিটেশন ও অন্যান্য বিবিধ বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.