ইউনাইটেডকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে নিউক্যাসল
বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার(১৩ এপ্রিল) ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নিউক্যাসল। এই হার দিয়ে লিগে ১৪তম পরাজয়ের তিতো স্বাদ পেল ইউনাইটেড।
নিউক্যাসল মাঠে ইউনাইটেডের উপর যে আধিপত্য দেখিয়েছে তাতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা তাদের সময়ের ব্যপার মাত্র। লিগ টেবিলে এই মুহূর্তে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তারা।
খেলার ২৪ মিনিট সময়ে সান্দ্রো টোনালির ভলিতে স্বাগতিকরা এগিয়ে যায়।এরপর খেলার ৩৭ মিনিট সময়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গারাঞ্চের দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচে ফিরে আসে রেড ডেভিলসরা।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে নিউক্যাসলকে হার্ভে বার্নেস এগিয়ে নিয়ে যায়। ৬৪ মিনিটে বার্নেস গোল করলে ব্যবধান বেড়ে যায়। ৭৭ মিনিটে ব্রুনো গুইমারায়েস গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।
এই পরাজয়ের ফলে ইউনাইটেড টেবিলের ১৪তম স্থানে নেমে গেলও।
এই পরাজয়ের ফলে চলতি মৌসুমে হোম এ্যান্ড এ্যাওয়ে উভয় ম্যাচ মিলে চারটি দলের কাছে ইউনাইটেড পরাজিত হলো। ম্যাচটিতে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামে আমোরিম। কিন্তু ভাগ্য পরিবর্তন হয়নি।
এনিয়ে এবারের মৌসুমে ১৯টি লিগ ম্যাচে প্রথম গোল হজম করে ইউনাইটেড। মৌসুম শেষ হতে মাত্র ছয় ম্যাচ বাকি আছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.