ইউনাইটেডকে উড়িয়ে শীর্ষ চারে উঠল নিউক্যাসল

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে আবারও হারের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (১৩ এপ্রিল) নিউক্যাসলের মাঠে ৪-১ গোলে উড়ে যায় রেড ডেভিলরা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচে জয়হীন ইউনাইটেড।
এবারের মৌসুমটা ভুলে যাইতে চাইবে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা। চলতি মৌসুমে খুবই বাজে খেলছে তারা। লিগে ৩২ ম্যাচ খেলে ১৪তম হারের দেখা পেল ইউনাইটেড। আছে ১৪তম স্থানে। অপরদিকে এবারের মৌসুমে উড়ছে নিউক্যাসল। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে দ্য ম্যাগপাইসরা।
নিউক্যাসলের বিপক্ষে নিজেদের ভুলেই তিনটি গোল হজম করেছে ইউনাইটেড। ২৪তম মিনিটে মাঝ মাঠ থেকে বল হারায় ইউনাইটেড। সেই বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক পাস তোনালিকে দেন ইসাক। বল পেয়ে দারুণ এক গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন তোনালি। চলতি মৌসুমে লিগে এই ইতালিয়ানের এটি পঞ্চম গোল।
তবে প্রথম হাফেই সমতায় ফেরে ম্যানইউ। ৩৭তম মিনিটে দালতের পাস পেয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা গারনাচো। তবে দ্বিতীয় হাফ পুরোটাই খেলেছে নিউক্যাসল। ৪৯তম মিনিটে হার্ভে বার্নস নিউক্যাসলকে আবারও লিড এনে দেন।
৬৪তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ দারুণভাবে কাজে লাগান বার্নস। নিজেদের সীমানায় ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মাজরাউই পিছলে পড়ে গেলে বল পেয়ে যান বার্নস। ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ইংলিশ উইঙ্গার।
৭৭তম মিনিটে ইউনাইটেডের গোলরক্ষকের ভুলে আরও এক গোল হজম করে তারা। ইউনাইটেডের গোলরক্ষক আলতাই বেইন্দির সতীর্থকে খুঁজে নেয়ার চেষ্টায় বল তুলে দেন জোয়েলিন্তনের পায়ে।
তার হেড পাস পেয়ে আত্মবিশ্বাসী শটে দলকে বড় জয়ের পথে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিমারেস।
এবারের লিগ কাপ চ্যাম্পিয়ন নিউক্যাসল ইউনাইটেড সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেল। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার খুব ভালো সুযোগ আছে তাদের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.