বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:ইউক্রেনে শান্তি আলোচনায় ইউরোপকেও প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নে করার কথা বলেন। তাছাড়া যুদ্ধ বন্ধের চুক্তি দূরের বিষয়বলেও উল্লেখ করেছেন তিনি।
পুতিন বলেছেন, ট্রাম্প রাশিয়া-ইউক্রেন সংঘাতকে শুধু আবেগ দিয়ে নয় বরং যুক্তিসঙ্গতভাবে মোকাবিলা করছেন। তবে ট্রাম্প যত তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করতে চান। তত তাড়াতাড়ি এটি শেষ নাও হতে পারে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হয়েছে। এই সংঘাতে হাজার হাজার সেনা নিহত হয়েছেন। গৃহহীন হয়েছে লাখ লাখ মানুষ। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ হতে পারে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে পুতিন বলেন, এখনো বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। তবে আমরা এই বিষয়ে একমত হয়েছি। এ ক্ষেত্রে অবশ্যই আমরা ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ দরকার।
যুদ্ধবন্ধে গত সপ্তাহে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বৈঠকে ইউরোপের দেশগুলোকে জানানো হয়নি।
যদিও পুতিন বলেছেন, রিয়াদে আলোচনায় ইউরোপের কোনো সম্পর্ক নেই। কারণ সেখানে শুধু মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে আস্থা স্থাপনে নজর দেওয়া হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.