BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউক্রেনের পোকরোভস্ক ও কুপিয়ানস্ক শহর ঘিরে ফেলা হয়েছে, দাবি রাশিয়ার

ইউক্রেনের পোকরোভস্ক ও কুপিয়ানস্ক শহর ঘিরে ফেলা হয়েছে, দাবি রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পোকরোভস্ক ও কুপিয়ানস্ক শহর ঘিরে ফেলার দাবি করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, রুশ বাহিনী ইউক্রেনীয় সেনাদের সেখানে পুরোপরি ঘিরে রেখেছে।

আন্তর্জাতিক ও ইউক্রেনের সাংবাদিকদের সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বানও জানান পুতিন। তবে এই দুই শহর বেদখল হওয়ার রুশ দাবি প্রত্যাখ্যান করেছে কিয়েভ। এদিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নজরদারি বাড়াতে ইউরোপের পূর্ব সীমান্ত থেকে সেনা কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। বুধবার (২৯ অক্টোবর) রাশিয়ার দক্ষিণের শিল্পাঞ্চলে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে স্টাভরোলেন পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণের পর আকাশে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া।
 
স্থানীয় গভর্নর দাবি করেন, হামলায় কেউ হতাহত হননি। তবে সাময়িক সময়ের জন্য মস্কোসহ ১৩টি বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করা হয়। একই রাতে রাশিয়া জানায়, তাদের বিমান বাহিনী ব্রায়ান্সক ও কালুগা অঞ্চলে ১০০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
 
জবাবে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। এতে ক্ষতিগ্রস্ত হয় শিশু হাসপাতাল ও একটি ভবন। স্থানীয় প্রশাসন জানায়, হামলায় শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, রাশিয়া রাতভর প্রায় দেড়শো ড্রোন হামলা চালায়। তবে বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে কিয়েভ।
 
হামলা পাল্টা হামলার মধ্যে কঠোর বার্তা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় একটি হাসপাতালে আহত সেনাদের দেখতে গিয়ে তিনি দাবি করেন, পোকরোভস্ক ও কুপিয়ানস্কে ইউক্রেনীয় সেনাদের ঘেরাও করে রাখা হয়েছে। আন্তর্জাতিক ও ইউক্রেনীয় সাংবাদিকদের সেখানে গিয়ে পরিস্থিতি দেখার আহ্বানও জানান পুতিন।
 
এদিন নতুন এক অস্ত্র পরীক্ষার খবরও দেন পুতিন। জানান, পানির নিচে চলার উপযোগী পারমাণবিক শক্তিচালিত পোসেইডন নামের একটি টর্পেডোর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এই টর্পেডো সারমাত ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী বলে দাবি তার। পুতিন আরো দাবি করেন, এটিকে প্রতিহত করা সম্ভব নয়।
 
এদিকে রাশিয়া যখন একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করছে ঠিক তখন ইউরোপে নিজেদের কৌশলগত অবস্থান পুনর্বিন্যাস করছে যুক্তরাষ্ট্র। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপের পূর্ব সীমান্ত থেকে সেনা কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে এই মুহুর্তে যুক্তরাষ্ট্র প্রাধান্য দিচ্ছে বলেও জানায় তারা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নেহা কক্করের নামে ৬ লাখ টাকার প্রতারণা ওজন কমাতে ওজেম্পিক গুঞ্জন : ক্ষুব্ধ তামান্না ভাটিয়া বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের প্রক্রিয়ায় আনবো : পরিবেশ উপদেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত-৩ ব্রাহ্মণবাড়িয়ায় ডাবল মার্ডারের মূল হোতাসহ গ্রেফতার-২ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী নির্বাচনী ট্রাক চলমান, এটা রোধ করার ক্ষমতা কারো নাই : মিলন পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়