বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ অঞ্চলের একটি শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১১ মে) গভীর রাতে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর।
স্থানীয় প্রশাসনের টেলিগ্রাম মেসেজিং চ্যানেলে গভর্নর আন্দ্রে বোচারভ বলেছেন, ‘আগুন নিভে গেছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’
রুশ টেলিগ্রাম চ্যানেল বাজা অন্ধকার আকাশে আগুনের শিখার ছবি পোস্ট করেছে৷ ছবিতে একটি লম্বা চিমনিসহ একটি শিল্প ভবনের মতো কিছু একটাতে আগুন জ্বলতে দেখা যায়। চ্যানেলটি নিরাপত্তা পরিষেবাগুলোর কাছাকাছি অবস্থিত।
তবে এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
এ বিষয়ে শোধনাগারের মালিক ও তেল উৎপাদক লুকোইল বা ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গত কয়েক মাসে রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা বেড়েছে। এ বিষয়ে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করতে এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে মস্কোর হামলার প্রতিক্রিয়া জানাতে এই হামলা চালিয়েছে তারা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.