ইংল্যান্ডে ছুরি হামলা, শিশুসহ আহত-৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের সাউথপোর্টে একটি ডান্স ওয়ার্কশপে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত আটজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা হামলার দৃশ্যকে ‘হরর মুভি’ হিসেবে উল্লেখ করেছেন।
মার্সিসাইড পুলিশ জানিয়েছে যে কর্মকর্তারা সাউথপোর্টে হার্ট স্ট্রিটের এই হামলাকে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
স্থানীয় পুলিশ বলছে, হামলার ঘটনার খবর পেয়েই কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং একটি ছুরি জব্দ করা হয়েছে। এখন আর কোনো হুমকি নেই বলে পুলিশ নিশ্চিত করেছে। 
তবে হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। নর্থওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস (এনডব্লিউএএস) বলেছে, তারা ছুরিকাহত ৮ জনকে চিকিৎসা দিচ্ছে। আর কয়েকজনকে অল্ডার হে চিলড্রেনস হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশকে হামলার ঘটনা অবহিত করা স্থানীয় একজন ব্যবসায়ী বলেছেন, হামলার দৃশ্য ছিল ভৌতিক সিনেমার মতো।
ছুরিকাঘাতের এই ঘটনাকে জঘন্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি জরুরি পরিষেবাকে ধন্যবাদ জানিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.