আ.লীগের বিরুদ্ধে ছাত্রশিবিরের রাজশাহীতে গণমিছিল, বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক: পতিত আওয়ামী সরকারের গুম, খুন, দুর্নীতি এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীতে গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার জুমার নামাজের পর রাজশাহীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে এ গণমিছিলটি বের হয়।
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত মিছিলটি নগরের সোনাদীঘি মোড় ঘুরে একই স্থানে এসে পথসভায় পরিণত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক মো. আসাদুজ্জামান ভুঁইয়া, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও পাঠক সম্পাদক নাহিদুল ইসলাম।
পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে না। বিরোধী মত দমন-পীড়ন করে তারা ক্ষমতায় টিকে থাকতে লুটপাটের পথ বেছে নিয়েছে। তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনৈতিক কর্মসূচির নামে রাজপথে নামলে তা প্রতিহত করা হবে।”
রাজশাহী মহানগর শিবিরের সভাপতি শামিম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি রুবেল আলী, জেলা (পশ্চিম) সভাপতি ইলিয়াস আলী, ঠাকুরগাঁওয়ের সভাপতি আমজাদ আলী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শিবিরের অন্যান্য নেতাকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.