পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ঝলঝলি বানিয়া পাড়া এলাকায় আশ্রয়ন প্রকল্পের ৪৫ টি ঘর লোক শূন্য হয়ে পড়েছে। এখন আর কোনো পরিবার বসবাস করে না। খালি পড়ে আছে ঘরগুলো।ঘর বরাদ্দে অনিয়মের কারনে এমন চিত্র অভিযোগ স্থানীয়দের।
জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভুমিহীন,গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালায়। ক্ষুদা, দারিদ্র্যমুক্ত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ভুমিহীন, গৃহহীনদের পূর্নবাসন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের আওতায় ২০২০-২১-২২ অর্থ বছরে ৪১টি সেমি পাকা ঘর নির্মিত হয় ঝলঝলি বানিয়া পাড়ায়।
এর আগে টিনশেডের ব্যারাক ৫০ টি ঘর নির্মিত হয় সেখানে। এখন রশিদ, রাজ্জাক, জাকির, রমেশ মোর্শেদসহ ১৫টি সেমি পাকা ঘরে কোন পরিবার থাকে না। এদের সবার অন্য জায়গায় বাড়ি রয়েছে। এদিকে টিনশেডের ৩০ টি ব্যারাকে কোন পরিবার নেই।
স্থানীয়দের অভিযোগ,যাদের ঘরের প্রয়োজন নাই তারাই পেয়েছেন এসব ঘর। এজন্য ঘরে কোন পরিবার থাকে না। কয়েকটি পাকা ঘরে হঠাৎ একবার আসে ঘুরেফিরে চলে যায়। এসব ঘর মেরামত বা রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নাই কর্তৃপক্ষের। ঘর পাওয়ার যোগ্য হলেও পায়নি বানিয়া পাড়ার তৌহিদুল, আলেকা খাতুন, হালিম, তাহেরসহ অনেকে।
স্থানীয় খায়রুল আলম বলেন, আমার ঘর ভেঙ্গে দিয়ে পাকা ঘর নির্মান করেছেন ওই জায়গায় কিন্তু আমাকে ঘর দেয়া হয়নি।উপজেলায় ঘর বরাদ্দ চেয়ে আরো আবেদন করেছি।
কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ, লীগের সভাপতি আব্দুল মোমিন বিটিসি নিউজকে জানান, আমিও শুনেছি সেখানে অনেক পরিবার থাকেনা।বিষয়টি আগামী উপজেলা পরিষদের সভায় উপস্থাপন করব।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বিটিসি নিউজকে জানান, আমরা সার্ভে করছি যেখানে আশ্রয়ন প্রকল্পের ঘরে পরিবার থাকেনা, তাদেরকে বাদ দিয়ে নতুন পরিবার ভর্তি করে দেয়া হবে। সে কার্যক্রম চলমান।
বোদা উপজেলার নির্বাহী অফিসার বহৃি শিখা আশা মুঠোফোনে বিটিসি নিউজকে জানান, কোন ঘর গুলোতে পরিবার থাকেনা লিখিত অভিযোগ করলে, আমরা বিষয়টি দেখব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.