আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা ও লুটের ঘটনায় ৬ ডাকাত গ্রেপ্তার

সাভার প্রতিনিধি: সাভার উপজেলার আশুলিয়ার নয়ারহাট এলাকায় স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে স্বর্ণ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুণ্ঠিত ১৩ ভরি স্বর্ণালঙ্কার, স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মো. রিপন মিয়া (৪০), পাবনা জেলার সুজানগর উপজেলার মো. আরিফ প্রামাণিক (৩০), একই জেলার আতাইকুলা উপজেলার মো. শাহ আলম (৪৫), মো. আরমান শেখ (৩৭), রাজশাহী জেলার কর্নহার গ্রামের স্বর্ণ ব্যবসায়ী মো. ইব্রাহিম বাবু (৪৫) এবং কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মো. মাসুদ রানা (৪৫)।
গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্যে রিপনকে সাভারের যাদুরচর এলাকা থেকে, মাসুদ রানা ওরফে কালা মাসুদ, শাহ আলম এবং আরমানকে আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরিফকে রাজবাড়ির গোয়ালন্দ থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে ডাকাতির স্বর্ণ ক্রয়ের সঙ্গে জড়িত ইব্রাহিমকে রাজশাহীর কর্ণহাট এলাকা থেকে লুট করা ৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গ্রেপ্তারকৃত আরিফের দেওয়া তথ্য অনুযায়ী আরমানের ফলের দোকান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এদের মধ্যে কেউ দিনের বেলায় অটোরিকশা চালায়, আবার কেউ ফলের ব্যবসা করে এলাকায় রেকি করে রাতের বেলায় ডাকাতি করে। এদের মধ্যে ৫ ডাকাত ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যা ও স্বর্ণ ডাকাতি সংঘটিত করে এবং একজন ডাকাতির মালামাল তার জিম্মায় রাখে।
পুলিশ সুপার আরও জানান, স্বর্ণের দোকানে ডাকাতির সময় ডাকাত ইমরান, তার দুই ভাই শাহ আলম ও আরমান, রিপন, আরিফ, আকাশ, তালিম ও মাসুদ রানা ওরফে কালা মাসুদ একটা ভাড়া গাড়িতে করে নয়ারহাট এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতির টার্গেট করে। ইমরান ও আকাশ সেই ভাড়া গাড়ির ভিতরে অবস্থান করে। আরমান ও শাহ আলম ঘটনাস্থলের পাশে পাহারা দেয় এবং তালিম ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। রিপন ও আরিফ দুটো চাপাতি দিয়ে দিলীপকে কোপ দেয় এবং মাসুদ রানা, কালা মাসুদ স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে সবাই ভাড়াকৃত গাড়িতে ওঠে মিলে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ৯ মার্চ রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ের মালিক দিলীপকে তার স্ত্রী সরস্বতী দাসের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সঙ্গে থাকা স্বর্ণের ব্যাগ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী আশুলিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশের একাধিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় সাভার, আশুলিয়া, রাজশাহী ও রাজবাড়ী জেলায় অভিযান পরিচালনা করে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাভার প্রতিনিধি মো. শামিম আহম্মেদ (শামিম)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.