বিটিসি বিনোদন ডেস্ক: দেশের আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ বন্ধ করতে সাহায্য চেয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। তিনি জানান, গ্রুপটি থেকে স্বয়ংক্রিয়ভাবে ইনভাইটেশন যাচ্ছে, যা বন্ধ করতে পারছেন না তিনি। ফলে নতুন করে আবারও বিপাকে পড়েছেন।
বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় এক ভিডিও বার্তা সোহানা সাবা বলেন, ‘আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে যে, আলো আসবেই গ্রুপের জন্য। এটা কিভাবে যাচ্ছে, আমি জানি না। আমাকে সাহায্য করুন, প্রথমে জানান আমি কিভাবে গ্রুপটা বন্ধ করতে পারি।
বুধবার (৬ মার্চ) এক ভিডিও বার্তায় সোহানা সাবা বলেন, ‘আমার ফেসবুক থেকে অনেকের কাছে ‘আলো আসবেই’ গ্রুপের ইনভাইটেশন যাচ্ছে। এটি কীভাবে হচ্ছে, আমি জানি না। আমাকে সাহায্য করুন। প্রথমে জানান, কীভাবে গ্রুপটি বন্ধ করতে পারি।’
৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিপাকে পড়েছেন ‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীরা। অনেকেই আবার দিয়েছেন গা ঢাকা। এরই মধ্যে অনেকেই ধরে নিয়েছিলেন—সমালোচনার মুখে গ্রুপটি বন্ধ করে দেওয়া হয়েছে! তবে তা হয়নি। বিষয়টি জানিয়েছেন সোহানা সাবা নিজেই।
এই গ্রুপের অ্যাডমিন ছিলেন, সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী শামীমা তুষ্টি।
এছাড়া গ্রুপে যুক্ত ছিলেন, শোবিজের অনেক তারকা, যার মধ্যে রয়েছেন—জায়েদ খান, সাইমন সাদিক, সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরু প্রমুখ।
সোহানা সাবার এই আহ্বানের পর গ্রুপটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এটি আদৌ বন্ধ করা সম্ভব হবে কিনা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.