বিটিসি স্পোর্টস ডেস্ক:রেয়াল মাদ্রিদে শাবি আলোন্সোকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ভিনিসিউস জুনিয়র। ক্লাবটির সাবেক এই মিডফিল্ডারকে সঙ্গে নিয়ে অনেক সাফল্য বয়ে আনার লক্ষ্য এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। যার শুরুটা তিনি করতে চান নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ দিয়ে।
কার্লো আনচেলত্তির কোচিংয়ে এই মৌসুমে ঘরোয়া ও ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে খালি হাতে ফিরে রেয়াল। লা লিগা শেষের পর সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে অভিজ্ঞ ইতালিয়ান কোচ দায়িত্ব নিয়েছেন ব্রাজিল জাতীয় দলের। তার উত্তরসূরি হিসেবে রেয়ালের ডাগআউটে এসেছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার ও বায়ার লেভারকুজেনের সাবেক কোচ আলোন্সো।
ক্লাব বিশ্বকাপ দিয়ে শুরু হচ্ছে নতুন ঠিকানায় ৪৩ বছর বয়সী আলোন্সোর পথচলা। এতদিন হয়ে আসা ক্লাব বিশ্বকাপের সফলতম দল রেয়াল। পাঁচবার তারা জিতেছে এই শিরোপা। তবে নতুন আঙ্গিকে বড় পরিসরে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে হচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপ।
আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলে যুক্তরাষ্ট্রে রেয়ালের সঙ্গে যোগ দিয়েছেন ভিনিসিউস। রেয়াল মাদ্রিদ টিভির সঙ্গে আলাপে ক্লাব বিশ্বকাপ নিয়ে লক্ষ্যের কথা শুনিয়েছেন ২৪ বছর বয়সী তারকা।
“আমরা এই প্রথম (ক্লাব) বিশ্বকাপ জিততে উন্মুখ, কারণ মানুষ প্রথমটির কথা কখনও ভুলে যায় না এবং এটিই একমাত্র শিরোপা, যা মাদ্রিদের নেই। আমরা এটা জেতার জন্য খেলব।”
“আমি গত রাতে পৌঁছেছি। বন্ধুদের সঙ্গে পুনরায় মিলিত হয়েছি, যাদের অনেক দিন দেখিনি। আমি খুব খুশি। সূচি, আবহাওয়া এবং অন্য সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে আমি প্রস্তুত। আমরা সবাই এখানে আছি, আমরা সবাই প্রস্তুত।”
শনিবার আলোন্সোর সঙ্গে দেখা হওয়ার আগেই তার সঙ্গে কথা হয়েছে, জানালেন ভিনিসিউস।
“আমরা খুব কঠোর অনুশীলন করছি, ভ্রমণের কারণে আজ একটু বেশি স্বস্তিতে আছি। আমরা ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি ইতিমধ্যেই কোচের সঙ্গে কথা বলেছি। আমি খুব খুশি এবং তার সঙ্গে অনেক কিছু জিততে এখন কাজ চালিয়ে যাওয়ার সময়।”
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী বুধবার সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রেয়ালের অভিযান। মায়ামিতে এখন অনেক গরম। ম্যাচটি হবে স্থানীয় সময় বিকাল ৩টায়। খেলা কতটা কঠিন হবে, তা ভালো করেই জানেন ভিনিসিউস।
“এখানে অনেক গরম। ম্যাচটি বিকাল ৩টায়, আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ খুব কঠিন হতে চলেছে।” #
Comments are closed, but trackbacks and pingbacks are open.