আ:লীগ প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোশেনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আলেম, ওলামা ও ইমামদের কল্যানে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সঙ্গে তাদের যে ভুলবোঝাবুঝি হয়েছিল, সেটি ভেঙে গেছে। আগামীতে কেউ যাতে ভুলবোঝাবুঝির সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে।
আজ শনিবার রাত ৯টায় রাজশাহী ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে উলামা কল্যান পরিষদের মাসিক সমন্বয় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উলামা কল্যান পরিষদ কার্যনির্বাহী কমিটি এবং ৩০টি ওয়ার্ডের আহ্বায়কদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহীর উন্নয়ন সবাইকে একমত হতে হবে। সবাই মিলে সুন্দর নগরীর গড়ে তুলতে চাই।
রাজশাহী উলামা কল্যান পরিষদের সমন্বয়ক সৈয়দ আমিনউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু। অন্যদের মধ্যে উলামা কল্যান পরিষদের উপদেষ্টা শফিউল ইসলাম শফি, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।#( প্রেস বিজ্ঞপ্তি )#
Comments are closed, but trackbacks and pingbacks are open.