আ’লীগের সঙ্গে বৈঠকে যুক্তফ্রন্ট
ঢাকা প্রতিনিধি: আজ মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তফ্রন্ট নেতারা।
আজ দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে যান বিকল্পধারার মহাসচিব মেজর (অব:) আব্দুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীসহ যুক্তফ্রন্টের বেশ কয়েকজন নেতা। অন্যদিকে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠকে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, জকল্যাণ ও ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.