আর্সেনালের হারে লাভ হলো যাদের

বিটিসি স্পোর্টস ডেস্ক: ফুলহামের বিপক্ষে জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যেতো আর্সেনাল। কিন্তু এমন সুযোগ কাজে লাগাতে পারেনি গানাররা। উল্টো হেরে গেছে ফুলহামের কাছে। গানারদের হার ২-১ গোলে।
আগের ম্যাচেও হেরেছে আর্সেনাল। আর সবশেষ তিন ম্যাচেই জয়হীন থাকল মিকেল আরতেতার দল। এতে লাভ হয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের। বর্তমান চ্যাম্পিয়নরা উঠে এসেছে তালিকার তিনে।
আর শীর্ষেই থাকল ইয়ুর্গেন ক্লপের দল।
Comments are closed, but trackbacks and pingbacks are open.