বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার ইলকাই গুনদোগানের জোড়া গোলে লিগে লিডস ইউনাইডেটকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে লিগ টেবিলে আর্সেনালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।
এদিন ম্যাচের ১৯তম মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। রিয়াদ মাহরেজের ডান দিক থেকে বাড়ানো পাস বক্সে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন গুনদোগান। পরে ২৭তম মিনিটে দারুণ পাসিং ফুটবলের আরেকটি আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে সিটি। এবারও গোলদাতা জার্মান তারকা গুনদোগান। ডান দিক থেকে মাহরেজের বাড়ানো বল বক্সের বাইরে ধরে দ্বিতীয় ছোঁয়ায় কোনাকুনি শটে গোলটি করেন তিনি। জায়গা থেকে নড়ার সুযোগ পাননি গোলরক্ষক।
বিরতির পর ৮৩তম মিনিটে লিডসের বক্সে ফিল ফোডেন ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। কিন্তু স্পট কিকে ব্যর্থ হয়ে হ্যাটট্রিকের সুযোগ হারান গুনদোগান। তার শট পোস্টে প্রতিহত হয়। পরের মিনিটেই প্রতি-আক্রমণে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো।
শেষ পর্যন্ত অবশ্য কোনো বিপদ হতে দেয়নি সিটি। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে জয়ের আনন্দে মাঠ ছাড়ে দলটি।
লিগে ৩৪ ম্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে সিটির পয়েন্ট হলো ৮২। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। ৩৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউক্যাসল ইউনাইটেড। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে চারে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যাম হটস্পার ৩৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে টটেনহ্যাম। বোর্নমাউথের মাঠে ৩-১ গোলে জিতেছে চেলসি। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.