আর্জেন্টিনার বিপক্ষে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল

বিটিসি স্পোর্টস ডেস্ক: এদেরসন নেই আগে থেকেই, এবার আরেক অভিজ্ঞ গোলরক্ষক আলিসনকেও হারাল ব্রাজিল। কলম্বিয়া ম‍্যাচে মাথায় চোট পাওয়ার পর ক্লাব লিভারপুলে ফিরে গেলেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে কলম্বিয়াকে ২-১ গোলে হারায় ব্রাজিল। এই ম‍্যাচে দ্বিতীয়ার্ধে সংঘর্ষে মাথায় চোট পান দাভিনসন সানচেস ও আলিসন।
কিছুক্ষণ মাটিতে পড়ে থাকেন দুই জনই। ছুটে যান দুই দলের চিকিৎসকরা। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ান ডিফেন্ডার সানচেস। শুশ্রুষা নেওয়ার পর হেঁটেই মাঠ ছাড়েন আলিসন।
গণমাধ‍্যমের প্রতিবেদনে বলা হয়, চোট পাওয়ার পর মাথা ঘোরানোয় সতর্কতার অংশ হিসেবে তুলে নেওয়া হয় ৩২ বছর বয়সী আলিসনকে। লিভারপুল এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিল ছেড়ে ইংল‍্যান্ডে ফিরে যাচ্ছেন তিনি।
“মার্সিসাইডে ফিরে আসছে আলিসন। সেখানে লিভারপুলের চিকিৎসকরা তার অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করবেন।”
কলম্বিয়াকে হারিয়ে ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। বাছাইয়ের সেরা ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে।
১২ পয়েন্টে এগিয়ে থেকে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে লিভারপুল। দলটি আগামী ২ এপ্রিল এভারটনের মুখোমুখি হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.