আরিফসহ সকল সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রাজশাহী বিএমএসএফ’র প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি কুড়িগ্রামের সাংবাদিক আরিফের ওপর নির্যাতন, মানব জমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নামে মামলা, নিখোঁজ ফটো সাংবাদিক কাজলের সন্ধান দাবি, মাদারিপুরের নারী সাংবাদিক সাবরিন জেরিন সহ সকল সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজশাহী জেলা শাখা প্রতিবাদ সভা করেছে।

রাজশাহী নগরীর হাদির মোড়ে আজ রবিবার সন্ধ্যা ৬ টায় বিএমএসএফ জেলা কার্যালয়ের হলরুমে বিএমএসএফ জেলা সভাপতি আবু কাওসার মাখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আরজেএফ আহবায়ক শাহিনুর রহমান সোনা, সদস্য সচিব ফয়সাল আহমেদ, বিএমএসএফ সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চপল, সাংগঠনিক সম্পাদক সাগর নোমানী, দপ্তর সম্পাদক আল আমিন হোসেন প্রমুখ।

প্রতিবাদ সভায় বিএমএসএফ সভাপতি মাখন বলেন, সারাদেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সাংবাদিকরা একতাবদ্ধ হোন, এভাবে আর চলতে পারে না, আমাদের দেয়ালে পীঠ ঠেকে গেছে, প্রতিদিন খবরের কাগজ আর ফেসবুকের পাতায় শুধু সাংবাদিক নির্যাতনের খবর। এখনি সময় সাংবাদিক সমাজ একতাবদ্ধ হয়ে নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, প্রতিটি সাংবাদিক নির্যাতনের দ্রুত ও সঠিক বিচারের নির্দেশ দিন, সাংবাদিকরা আপনার উন্নয়নকাজের অংশীদার, সাংবাদিকরা আপনাকে ভালবাসে, সেই ভালবাসার প্রতিদান দিন”।

বার্তা প্রেরক : মোঃ শামসুল ইসলাম, সাধারণ-সম্পাদক, বিএমএসএফ, রাজশাহী জেলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.