আরসিআরইউ এর দুইদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: সত্যের সন্ধানে অঙ্গিকারে বিশ্বাসী রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) উদ্যোগে দুইদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক বুলিয়াদি প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ আয়োজন করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় হাজি মোহাম্মদ মোহসিন ভবনের ১০৩ নাম্বার রুমে এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: আব্দুল হাকিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) এর উপদেষ্টা পরিষদের সদস্য বাংলা বিভাগের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনটির সাধারণ সম্পাদক সেহের আলী দুর্জয় এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি প্রফেসর মু. যহুর আলী বলেন, যারা সাংবাদিকতায় নিয়োজিত আছেন তারা আমাদের সমাজের দর্পণ। সমাজ ও দেশের সার্বিক বিষয় সাংবাদিকরা সকলের সামনে উন্মোচন করেন। তাই একজন সাংবাদিকদের প্রধান দায়িত্ব মিথ্যাকে পরিহার করে সত্যকে ধারণ করা।
দুইদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, আরসিআরইউ এর সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি, আরসিআরইউ এর প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. খাদেমুল ইসলাম।
বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম হিসেবে নতুন সহযোগী সদস্যদের রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির বর্তমান ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে পরিধি, সাংবাদিকতার প্রয়োজনীয়তা ও গুরুত্ব, সাংবাদিকতার ধারা ও কৌশলসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আবু সাঈদ রনি, দপ্তর সম্পাদক সুজন হোসেন, অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক ইকরাম ফেরদৌস, নির্বাহী সদস্য আল সাকিব, ফারহানা আকতার ছন্দা ও উম্মে সিদ্দীকা সুইটি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ফারজানা ইসলাম, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.