আরসিআরইউ’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সংগঠনটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৩ সালের জানুয়ারি মাসের রিপোর্ট তুলে ধরা হয়। এ ছাড়াও সহযোগী সদস্যদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত হাকিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আজমত আলী, মোস্তাফিজুর রহমান ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওলিউর রহমান বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আবু সাঈদ রনি, সাংগঠনিক সম্পাদক সেহের আলী দুর্জয়, অর্থ সম্পাদক বদরুদ্দোজা, দপ্তর সম্পাদক সুজন আলী, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আফসানা মিমি, নির্বাহী সদস্য পলি রাণী ও শাহাদাত হোসেন প্রমুখ।
বার্তা প্রেরক মো: সুজন হোসেন, দপ্তর সম্পাদক, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.