আরসার অর্থ সমন্বয়ক-ইন্টেলিজেন্স সেলসহ ৩ জন অস্ত্রসহ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: আরসার স্লিপার সেল ও ওলামা বডির শীর্ষ কমান্ডার হিসেবে পরিচিত মৌলভী হামিদ হোসেন প্রকাশ ডাক্তার হামিদ, অর্থ সমন্বয়ক আবু তৈয়ব ওরফো সোনা মিয়া ওরফে সোনালী এবং আরসার ইন্টেলিজেন্স সেলের কমান্ডার ওসমান গনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র এবং অ্যামুনিশনও জব্দ করা হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) মধ্যরাতে র‌্যাব-১৫’র সদস্যরা উখিয়ার ১৭ নম্বর ক্যাম্প ও  ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকা হতে জাতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তাদের গ্রেপ্তার ও বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও অ্যামুনিশন জব্দ করা হয় বলে জানিয়েছেন।

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। সোমবার (২০ নভেম্বর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

মৌলভী হামিদ ওরফে ডা. হামিদ ২০১৭ সালে পরিবারসহ মায়ানমারের বুচিডং হতে কচুবুনিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করার পর বালুখালী ক্যাম্প-৮ই, ব্লক-বি-৮০৬ এ বাস শুরু করে।
অপরদিকে গ্রেপ্তারকৃত আরসার প্রধান অর্থ সমন্বয়ক আবু তৈয়ব প্রকাশ সোনা মিয়া প্রকাশ সোনালী ২০১৬ সালে আরসায় যোগদান করে এবং ২০১৭ সালে বাংলাদেশে প্রবেশ করে এবং প্রথমে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ ও পরবর্তীতে ক্যাম্প-৮ এ বসবাস শুরু করে। তিনি ২০১৮ সালে রোহিঙ্গা ক্যাম্প ৫, ৬ ও ৭ এর কমান্ডার আব্দুল হালিমের মাধ্যমে আরসা’র সক্রিয় সদস্য হয়ে উঠে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.