আরব সংস্কৃতিকে হেয়: বিতর্কের মুখে ক্ষমা চাইল ‘কিং দ্য ল্যান্ড’ সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠান

বিটিসি বিনোদন ডেস্ক: কোরীয় সিরিজ ‘কিং দ্য ল্যান্ড’-এ আরব সংস্কৃতিকে হেয় করার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মধ্যে ক্ষমা চেয়েছে সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠান। খবর দ্য কোরিয়া হেরাল্ডের।
গত বৃহস্পতিবার কোরিয়ান, ইংরেজি ও আরবি ভাষায় দেওয়া এক অভিন্ন বিবৃতিতে ক্ষমা চেয়েছে তিন প্রযোজনা প্রতিষ্ঠান এনপিও এন্টারটেইনমেন্ট, বিওয়াইফোরএম স্টুডিও ও এসএলএল। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কোনো দেশ কিংবা সংস্কৃতিতে হেয় করার কোনো উদ্দেশ্য ছিল না।’
সিরিজে প্রিন্স সামির নামের এক আরব চরিত্রকে একজন ‘প্লেবয়’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। সামির চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা অনুপম ত্রিপাঠি।
৮ ও ৯ জুলাই জেবিটিসিতে প্রচারিত সিরিজের দুটি পর্ব নিয়ে আপত্তি তুলেছেন দর্শকেরা। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই অন্তর্জালে সমালোচনার ঝড় উঠেছে।
আইএমডিবিতে সিরিজের রেটিং কমতে কমতে দুইয়ে এসে নেমেছে, মন্তব্যের ঘরে অনেকে সমালোচনাও করছেন। সামির চরিত্রে আরবের বাইরের শিল্পীকে নেওয়ারও সমালোচনা করছেন কেউ কেউ।

আরব সংস্কৃতিকে হেয় করার অভিযোগ তুলে ‘কিং দ্য ল্যান্ড’ নির্মাতা আইএম হিয়োন উক ও প্রযোজনা প্রতিষ্ঠানকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন অনেকে। এর মধ্যেই ক্ষমা চাইল প্রযোজনা প্রতিষ্ঠান।১৭ জুন থেকে প্রচারে আসা সিরিজটি জেবিটিসিতে প্রচারের পাশাপাশি নেটফ্লিক্সেও প্রচারিত হচ্ছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.