আরএমপি পুনাক এর নবনির্মিত অফিস ও শো-রুমের শুভ উদ্বোধন এবং সেলাই মেশিন বিতরণ
আরএমপি প্রতিবেদক: আজ ১২/০৩/২০১৯ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ টার সময় আরএমপি’র পুলিশ লাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরএমপি পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) কর্তৃক আয়োজিত আরএমপি পুনাক এর নবনির্মিত অফিস ও শো-রুমের শুভ উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর কেন্দ্রীয় সভানেত্রী ও বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর সহধর্মিনী হাবিবা জাবেদ।
এতে সভাপতিত্ব করেন আরএমপি পুনাকের সভানেত্রী জীবুন নাহার। এ সময় আরো উপস্থিত ছিলেন আরএমপি’র সিনিয়র অফিসারগণের সহধর্মিনীগণ ও পুনাকের সদস্যবৃন্দ। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পাঁচজন পুলিশ সদস্যের পরিবারের মাঝে পাঁচটি এবং পাঁচজন পুনাক কর্মীর মাঝে পাঁচটি অর্থাৎ মোট দশটি সেলাই মেশিন বিতরণ করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। #( প্রেস বিজ্ঞপ্তি )#
Comments are closed, but trackbacks and pingbacks are open.