আরইউজের অনুষ্ঠানে বক্তারা: দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুন করে দ্বিতীয়বারের মত স্বাধীনতা অর্জন করেছে।
দীর্ঘ দেড় যুগেরও বেশি ফ্যাসিবাদী শাসনের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে। তারা বলেন, পতিত সরকারের দোসররা এবং দেশের কতিপয় স্বার্থান্বেষী মহল আধিপত্যবাদী শক্তির সহায়তায় ছাত্র-জনতার এই গণআন্দোলনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তারা দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার অপতৎপরতা শুরু করেছে। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে এবং সজাগ ও সতর্ক থাকতে হবে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল।
আরইউজের সাধারণ সম্পাদক ও বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী, আরইউজের সাবেক সভাপতি ও কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রাজশাহীর সাধারণ সম্পাদক ডা. মোরশেদ জামান মিয়া, আরইউজের সহ-সভাপতি মঈন উদদীন, সাবেক সহসভাপতি আবদুস সবুর, ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অথ’ সম্পাদক তৌফিক ইমাম পান্না, নির্বাহী সদস্য সোহেল মাহবুব প্রমুখ।
অনুষ্ঠানে আরইউজের সদস্যবৃন্দ ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.