আমের স্বাদে বনলতার যাত্রা…
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী অঞ্চলের বিভিন্ন আমের নামে আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের সকল বগির নামকরণ করা হয়েছে। সপ্তাহখানেক থেকে এভাবে চলাচল করছে ট্রেনটি। এতে অনেকে বিস্মিত হয়েছেন। ট্রেনের প্রতিটি বগিতে দেখা গেছে বিভিন্ন আমের নাম।
রেলস্টেশনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফজলি, হিমসাগর, ক্ষিরশেপাত, সিন্দুরী, কালিভোগ, আশ্বিনা, গোপালভোগ, ল্যাংড়া, মল্লিকা, রাজবৈশাখী, লক্ষণভোগ, আমরুপালি, সুবর্ণলতা ইত্যাদি আমের নাম সম্বলিত বগি।
এমনটা দেখে অনেকে অবাক হলেও বনলতার সাথে বেশ মানিয়েছে এবং এটাকে ইতিবাচক মনে করছেন যাত্রীরা।
উল্লেখ্য, গত ২৫শে এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর গত ১৭ জুলাই ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবারও উদ্বোধন করে এটিকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.