আমরা মুক্ত পরিবেশে নিঃশ্বাস নিতে পারছি : রিজভী

ঢাকা প্রতিনিধি: বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা মুক্ত পরিবেশে আজ নিঃশ্বাস নিতে পারছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
খাবার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহঅর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ডা. রাকিবুল হাসান মুরাদ, যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. আউয়াল, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. গোলাম রাব্বানী, যুবদলনেতা নজরুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শাহ পরান, আইএইচটি সাবেক সদস্যসচিব রাফসান হোসেন, ছাত্রদলনেতা ডা. মুশফিক, হৃদয়, আশরাফুল আসাদ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.