আবুল হাসানাত আব্দুল্লাহ’র আগমন উপলক্ষে উত্তাল উজিরপুর

উজিরপুর প্রতিনিধি: আবুল হাসানাত আবদুল্লাহর আগমন উপলক্ষে উত্তাল উজিরপুর, হাজার হাজার মোটর শোভাযাত্রায় জনতার ঢল। জেলা আওয়ামীলীগের সভাপতি,পার্বত্য শান্তি চুক্তির প্রনেতা ও গৌরনদী-আগৈলঝাড়ার সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ আজ মঙ্গলবার ঢাকা থেকে বরিশাল বিমানবন্দরে আগমন উপলক্ষে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহস্রাধিক মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ মার্চ মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মোটর সাইকেল যোগে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল বিমানবন্দরে জড়ো হয়। এ সময় মুহু মুহু শ্লোগানে মুখরিত করে হাসানাত ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, উজিরপুরের মাটি হাসানাত ভাইয়ের ঘাটি।

শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, যুগ্ম সম্পাদক এ্যাডঃ সালাউদ্দিন শিবু, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী অপূর্ব কুমার বাইন রন্টু, শফিকুল ইসলাম বালী, যুবলীগের সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন, শ্রমিক লীগের আহবায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন সবুজ, ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিউটি বেগম, ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, খালেক আজাদ, এ্যাডঃ সহিদুল ইসলাম, কাজী হুমায়ুন কবির, ছরোয়ার হোসেন, হরেন রায়, ইউসুফ হোসেন সহ প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.