বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আবারও স্থগিত হলো ভারতীয় কৃষকদের আন্দোলন ‘দিল্লি যাত্রা’। এবার সাত দিনের জন্য স্থগিত করেছেন তারা। তবে শম্ভু-খনৌরি সীমানা ছাড়ছেন না বলে জানিয়েছেন কৃষক নেতারা।
কৃষকদের ‘দিল্লি চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত পঞ্জাব-হরিয়ানা সীমানা সংলগ্ন একাধিক এলাকা। পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষে রক্ত ঝরেছে। প্রাণ গিয়েছে দু’পক্ষ মিলিয়ে বেশ কয়েক জনের। এ অবস্থায় পরিস্থিতিতে ‘দিল্লি চলো’ কর্মসূচি আপাতত কয়েক দিন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কৃষক সংগঠনগুলি।
শুক্রবার রাতে খনৌরি সীমানায় সাংবাদিক বৈঠক করেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা সরবন সিংহ পান্ধের। সেখানে তিনি আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বলার সময়ই ‘দিল্লি চলো’ কর্মসূচি স্থগিত রাখার কথা জানান। তিনি বলেন, ‘‘২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি স্থগিত থাকবে। তবে আমরা সীমানা ছাড়ব না। সেখানে বসেই অপেক্ষা করব।’’
‘দিল্লি চলো’ কর্মসূচি স্থগিত হলেও কৃষকেরা আন্দোলন বন্ধ করেছেন না। রোববার কৃষকেরা একটি মোমবাতি মিছিল করবেন। সোমবার কৃষকদের সমস্যা নিয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি কৃষক সংগঠনের নেতারা আবারও নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। সেই বৈঠকেই ঠিক হবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.