বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আবারও অস্থির ভারতের মণিপুর। রাজ্যটিতে এবার জমির মালিকানাকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহতরা সবাই নাগা সম্প্রদায়ের বলে জানা গেছে। উত্তেজনা কমাতে উখরুল জেলায় কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।
জাতিগত সহিংসতার জেরে উত্তপ্ত ভারতের মণিপুর। এক বছরেরও বেশি সময় ধরে আলোচনায় দেশটির উত্তরপূর্বাঞ্চলের রাজ্যটি। বুধবার আবারও রক্ত ঝরল মণিপুরে।
এদিন উখরুল জেলায় একটি জমির মালিকানা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। এতে এক পুলিশসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যটির পরিবহনমন্ত্রী। উত্তেজনা কমাতে জেলাটিতে কারফিউ জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
এরইমধ্যে গান্ধী জয়ন্তীতে সব সম্প্রদায়কে রাজনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী।
গেল মঙ্গলবার রাজ্যটিতে সশস্ত্র কুকি দলের এক স্বঘোষিত কমান্ডার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। স্থানীয় সময় বুধবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় রাতেই তার ওপর হামলা চালানো হয়।
২০২৩ সালের মে মাসে মেইতেই সম্প্রদায়কে বিশেষ মর্যাদা দেয়াকে কেন্দ্র করেই সহিংসতার সূত্রপাত হয় মণিপুরে। কুকিদের সঙ্গে চলা সংঘাতে এখন পর্যন্ত দুপক্ষের প্রায় আড়াইশ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার।
এদিকে, রাজ্যটিতে চলা অস্থিরতার জন্য কেন্দ্রীয় বিজেপি সরকারকে দায়ী করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.