বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে তার সরব উপস্থিতি দেখা যায়। তাই অনেক সময় জাতীয় দলকে উপেক্ষা করেই বিভিন্ন লিগে খেলে থাকেন সুনীল নারিন। সেই সূত্রে চার বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে নামা হয়নি তার। অবশেষে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ক্যারিবিয়ান এই তারকা ক্রিকেটার।
রোববার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা নারিন। ক্যারিবিয়ান এই তারকা স্পিনার বিদায় বেলায় ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্যারিয়ারে যারা তার পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
নারিন তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার খেলেছি চার বছরেরও বেশি সময় হয়ে গেছে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। জনপরিসরে আমি অল্প কথার মানুষ; কিন্তু ব্যক্তিগতভাবে এমন কিছু মানুষ আছেন, যারা আমাকে ক্যারিয়ার জুড়ে অপরিসীম সমর্থন দিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার স্বপ্ন বাস্তবায়নে আমাকে সাহায্য করেছেন। আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
বিশ্বজুড়ে বিভিন্ন বড় বড় ফ্যাঞ্চাইজিগুলোতে দাপিয়ে বেড়ানো নারিনের আন্তর্জাতিক ক্রিকেটের শেষের দিনগুলো ভালো কাটেনি। সর্বশেষ ২০১৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন সুনিল নারিন। এরপর গত ৪ বছরে দুর্দান্ত এই স্পিনারকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকেই না বলে দিলেন তিনি।
২০১১ সালের ৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক ঘটে নারিনের। এরপর ২০১২ সালের ৭ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। একই বছর ২৭ মার্চ গ্রস আইলেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘটে টি-টোয়েন্টি অভিষেক।
Comments are closed, but trackbacks and pingbacks are open.