আদিতমারীতে ব্লাড ক্যান্সার আক্রান্ত আকাশ বাঁচতে চায়

লালমনিরহাট প্রতিনিধি: ১৩ বছরের  আকাশ আহমেদ বিপ্লব। মায়াবী চাহনি আর ফুটফুটে চেহারা দেখে কেউ বুঝতেও পারবে না তার শরীরে বাসা বেঁধেছে মরন ব্যাধি ব্লাড ক্যান্সার।
যে বয়সে তার বন্ধুদের নিয়ে হেসে খেলে  বেড়ানোর কথা, অথচ আজ সে শুয়ে আছে ক্যান্সার আক্রান্ত হয়ে।
দরিদ্র ঘরে  জন্ম নেওয়ায় সঠিকভাবে সু- চিকিৎসা করাতে পারছে না। আকাশ এ পৃথিবীতে বাঁচতে চায়, বাবা – মায়ের স্বপ্ন পুরন করতে চায়।
সে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিঁচখোঁচা বহুমুখী উচ্চ বিদ্যলয়ের  ৬ ষ্ট শ্রেণীর ছাত্র। পড়া শুনা করে অসহায় বাবা মায়ের মুখে হাসি ফোটাবে সে। ছোট্ট জীবনে তার স্বপ্ন এটুকুই। কিন্তুু আশার মাঝে নিরাশা হয়ে স্বপ্নটি থমকে দিয়েছে তাঁর পৃথিবীতে বাঁচার স্বপ্ন।
সে প্রহর গুনছে আবার স্কুলে যাবার। ছলছল নয়নে এদিক ওদিক তাকিয়ে বার বার প্রত্যাশা করছে বন্ধুদের সঙ্গে কাটানো ধুলোমাখা মাঠে ফিরে যাবার।
দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত সংসারে একমাত্র সন্তান আকাশকে নিয়েই দিন কাটছিল আবেদ আলী- বিউটি বেগম দম্পতির। তাদের কাছে দুঃখ-দুর্দশার মাঝে স্বাচ্ছন্দ্যবোধের অপর নাম ছিল একমাত্র সন্তান আকাশ।
অভাবের সংসারে যেখানে নুন আনতেই পান্তা ফুরাই অবস্থা। কিন্তুু ভাগ্যের নির্মম পরিহাসের বেড়াজালে সর্বস্ব হারিয়ে এখন ঠাঁই নিয়েছে মানুষের মানবতায়।
 অর্থের অভাবে ছেলের সু চিকিৎসা করতে পারছে না। গত ছয়মাস ধরে আকাশের শরীরে দেখা দেয় মরণ ব্যাধি ক্যান্সার।
আকাশের মা বিউটি বিটিসি নিউজকে বলেন, আমার ছেলে আমার কাছে বারবার জানতে চায়- মা আমি কি আর বাঁচবো না? আমি কি আর স্কুলে যাব না? আমি কি আর বন্ধুদের সাথে খেলতে পারব না? একথা শুনলে আমার মন চায় দেয়ালের সঙ্গে মাথাটা ঠুকে মরে যাই। তার এ প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই।
কিন্তুু শিশুটির মুখের দিতে তাকিয়ে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারি না। দরিদ্রদের কষাঘাতে অর্থের অভাবে সুচিকিৎসা করতে পারছি না।
তিনি বিটিসি নিউজকে আরও বলেন, এ পর্যন্ত গত ছয় মাসে  ছেলের চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। এ টাকার যোগান দিতে  আমাদের সবটুকু সম্বল শেষ হয়ে গেছে।
তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, ডাক্তাররা বলছে তার সম্পূর্ণ চিকিৎসা করতে ছেলেকে ভারত নিতে। ১২ লাখ টাকার মতো খরচ হতে পারে। কিন্তুু এতো টাকা কোথায় পাব সে চিন্তায় দিশেহারা হয়ে যাই।
কার কাছে চাইব।  তাহলে কি আমার ছেলেকে বাঁচাতে পারবো না? ভাই আমার ছেলেকে বাঁচাতে আপনাদের সহযোগিতা চাই।
আকাশের মা বিটিসি নিউজকে বলেন, আমি আপনাদের মধ্যদিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং সমাজকল্যানমন্ত্রী সহ সমাজের বিত্তবান লোকদের সহযোগিতা কামনা করছি।
আপনাদের সহযোগিতায় আকাশ আবারও সুস্থ হয়ে উঠতে পারে। ফিরে পাবে তার স্কুল জীবন।
আকাশের চিকিৎসায় যদি কেউ সাহায্য পাঠাতে চান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন তার বাবা-মা।

যোগাযোগ করে সাহায্য পাঠানো যাবে। বিকাশ ০১৭৮৭৯৫১৩৩৭ ( পার্সোনাল) 

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.