বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গৌতম আদানির দুর্নীতির বিরুদ্ধে রাজপথে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের পার্লামেন্ট ভবনের বাইরে আদানি ইস্যুতে তদন্তের দাবিতে তারা এ বিক্ষোভ করে।
শুক্রবার পার্লামেন্ট অধিবেশন শুরু হলে সংবিধান হাতে র্যালি করেন বিরোধী নেতারা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। প্রত্যেকের পোশাকের পেছনে ছিল ‘মোদি আদানি এক হ্যায়, আদানি সেফ হ্যায়’ লেখা স্টিকার।
এসময় গৌতম আদানির দুর্নীতি তদন্তে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠনের দাবি তোলেন তারা। পাশাপাশি, ঘুষকাণ্ডে শীর্ষ এই ধনকুবেরের বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর মোদি সরকারের ভূমিকারও সমালোচনা করেন তারা। ভারতের প্রধানমন্ত্রী আদানিকে রক্ষার চেষ্টা করছেন বলেও অভিযোগ তাদের।
উল্লেখ্য,গত ২১ নভেম্বর ঘুষ ও প্রতারণার অভিযোগে মার্কিন আদালতে অভিযুক্ত হন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। এ খবর সামনে আসার পর থেকেই সরব হয়ে উঠেছে কংগ্রেস। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.