আদমদীঘি যুবদলের বৃক্ষরোপন কর্মসুচি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জোবায়দা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এর নির্দেশনায় বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বুধবার (১৮ জুন) দুপুরে আদমদীঘি উপজেলা বিএনপি দলীয় কার্যালয়সহ আশ পাশ এলাকায় এই বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়।
এই কর্মসুচিতে অতিথি ছিলেন. বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি তাজমিনুল ইসলাম বিচিত্র, আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুল ইসলাম মিনহাজ, যুগ্ম আহবায়ক জুয়েল রানা, আরিফুর হক রুমান, কোরবান আলী, যুবদল নেতা এস.এম সোহেল, কারমান আলী, আসাদুল ইসলাম সাদ্দু, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক ফজলুল হক সাগর, চাঁপাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, কুন্দগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সান্তাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বাশার, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রতন, নশরতপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক তৌহিদ হোসেন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুবদল নেতা আলম, রুবেল, ফেরদৌস, সোহাগ, লিটন, চকলেট, তালেব, তানজিব, নয়ন সহ বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ।
এই কর্মসুচির আওতায় বিএনপির অফিস চত্বরসহ আশে পাশের এলাকায় প্রায় ২ শতাধিক বনজ ও ফলজ বৃক্ষরোপণ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.