আদমদীঘি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স্র ভবন নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বর্তমার সরকারের প্রতিশ্রুতি মোতাবেক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ধরে রাখতে প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স্র ভবন নির্মান কাজ শুরু করা হয়। এরই ধারাবাহিকতার বগুড়ার আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় সংনগ্ন স্থানে আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স্র ভবন নির্মান কাজ শুরু করা হলেও বর্তমানে নির্মান কাজ দ্রুত গতিতে এগিযে চলছে। চলতি মার্চ মাসেই শেষ হবে বলে সংশ্লিষ্ঠ সুত্র জানান।

বাংলাদেশ গনপূর্ত বিভাগ থেকে ২ কেটি ১০ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ঠমুক্তিযোদ্ধা কমপ্লেক্স্র ভবনটি টেন্ডারের মাধ্যমে ২০১৭ সালের আগষ্ট মাসে নির্মান কাজ শুরু করা হয়। কাজটি চলতি মার্চ মাসে শেস হওয়ার কথা। বর্তমানে ভবনটির দেয়াল ছাদ নির্মান শেষ হওয়ার পর পলেষ্টারের কাজ শুরু করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধাদের দাবী এ পর্যন্ত ভবনটি দৃশ্যমান হলেও ৭০% ভাগ কাজ হয়েছে।

মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল হামিদ বিটিসি নিউজকে জানান, চলতি মাসে নির্মান কাজ শেষ করার কথা থাকলেও আরও ৩ /৪ মাস সময় লাগতে পারে। আদমদীঘি উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন জানান, এ পর্যন্ত ভবনটির প্রায় ৮০% ভাগ নির্মান কাজ সম্পন্ন করা হয়েছে। অবশিষ্ঠ ভবন পলেষ্টার, রং, দরজা জানালা, বৈদ্যুতিক সংযোগসহ অন্যান্য কাজ চলতি মার্চ মাসের মধ্যেই শেষ করা যাবে বলে তিনি আশা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.