আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:আদমদীঘির ছাতনি ঢেকড়া গ্রামবাসি আয়োজিত মরহুম শাহ এমদাদুল হক স্মৃতি প্রিমিয়ামলীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে আদমদীঘি উপজেলার ছাতনি স্কুল মাঠে স্বজল জুয়েলার্স একাদম ও ফাইটার ক্লাব একাদশের মধ্যে খেলায় ২-৩ গোলে স্বজল জুয়েলার্স একাদশ জয়ী হয়।
খেলা শেষে এক পুরস্কার বিতরণী সভা সাবেক ইউপি সদস্য শাহ নওশাদ হকের সভাপতিত্বে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহসভাপতি বুলবুল ফারুক, কামরুল ইসলাম মধু, সান্তাহার পৌর বিএনপির সাবেক সম্পাদক মনছুর রহমান, বিএনপি নেতা মোতালেব হোসেন, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি মুক্তা বেগমসহ নেতৃবর্গ প্রমুখ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.