আদমদীঘি থানার ওসি‘র বিদায়ী সংবর্ধনা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামকে ঢাকায় বদলি করা হয়েছে। তার বিদায় উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় থানা চত্বরে এক সংবর্ধনা সভা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বিদায়ী ওসি মনিরুল ইসলাম, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি ও বিটিসি নিউজ এর প্রতিনিধি হাফিজার রহমান, সাংবাদিক সামসুল আলম, আবু মুত্তালিব মতি, আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনিছুর রহমান, উপ-পরিদর্শক ফজলুল হক, মহাদেব সরকার, এএসআই মিঠুন প্রমূখ।

উল্লেখ্য: গত ২০ জুন ঢাকাস্থ পুলিশ হেড কোয়াটারের নির্দেশে আদদমদীঘি থানার ওসি মনিরুল ইসলামকে অত্র থানা থেকে ঢাকায় বদলি করা হয়। মনিরুল ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর থানায় পুলিশ পরিদর্শক তদন্ত হিসাবে দায়িত্ব পালন শেষে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর বদলি হয়ে আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.