আদমদীঘি চড়কতলা রাধাগোবিন্দ মন্দিরে হরি বাসর শুরু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির চড়কতলা রাধাগোবিন্দ মন্দিরে ১৬ প্রহর ব্যাপি হরিবাসর শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় মন্দিরের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীযুক্ত বাবু সত্যেশ চন্দ্র নিয়োগী আদমদীঘির মাঝিপাড়া চড়কতলা প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে শ্রীবগবত গীতাপাঠ ও শুভ অধিবাসের মধ্য দিয়ে এই শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলারস কীর্তন হরিবাসর উদ্বোধন ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি হরিবাসর কমিটির সহসভাপতি লকেস চন্দ্র সরকার, সম্পাদক বিদ্যু মন্ডল, কোষাধ্যক্ষ পান্না সরকার, কানাই প্রামানিক, মহন্ত সরকারসহ বিপুল ভক্তবৃন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.