আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:আদমদীঘিতে চাচা সাদেক আলী মাস্টারকে হত্যা মামলায় পরিচয় গোপন রেখে ২৫ বছর আত্মগোপনে থেকেও রেহায় পেলনা যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ভাতিজা বকুল হোসেন (৩৪)।
তাকে শনিবার (৫ জুলাই) রাতে ঢাকার আশুলিয়া উপজেলার কাঠগড়া দুর্গাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ। উক্ত সাজাপ্রাপ্ত আসামী বকুল হোসেন আদমদীঘি উপজেলার ইন্দইল চক-শাহাবাজ গ্রামের সাহাদত হোসেনের ছেলে ও নিহত সাদেক মাস্টারের ভাতিজা।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকশাহাবাজ গ্রামের স্কুল শিক্ষক সাদেক আলীকে ২০০০ সালে হত্যার দায়ে আদালত সাদেক আলী মাস্টারের ভাই সাহাদাত হোসেন ও ভাতিজা বকুল হোসেনসহ বেশ কয়েকজন আসামীকে আদালত যাবজীবন কারাদন্ড প্রদান করেন।
অন্যান্য আসামীরা সাজাভোগ করলেও যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী বকুল হোসেন নিজের পরিচয় গোপন রেখে ঢাকার আশুলিয়া উপজেলার কাঠগড়া দুর্গাপুর এলাকার একটি ভাড়া বাসা নিয়ে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে যাবতজীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ ও গ্রেপ্তারি পরোয়ানাজারি করেন আদালত।
এদিকে আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বগুড়া পুলিশ সুপারের নির্দেশে গত শনিবার রাতে আদমদীঘি থানার এএসআই স্বপন কুমার সেন সঙ্গীয় ফোর্সসহ আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামী বকুল হোসেনকে উল্লেখিত স্থান থেকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রনহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী বকুল হোসেনকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.