আদমদীঘির ছোট ঝাঁকইর বিদ্যালয়ের মাঠের মাঝে রাস্তা নির্মানে সংঘটিত বিরোধ সমাধান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ছোট ঝাঁখইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে গ্রামবাসিদের চলাচলের রাস্তা নিয়ে সংঘটিত বিরোধ, কুন্দগ্রাম কুমারপাড়া কাপেটিং কাজের জন্য জলাবদ্ধতা সৃষ্টি ও তিলোচ শিববাটী বহুমুখি উচ্চবিদ্যালয়ের যাতায়াতের রাস্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে সংঘটিত বিরোধ আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা সরজমিনে পরিদর্শন করে জনসাধারনের সাথে আলোচনা পূর্বক অবশেষে সমাধান করেছেন।
মঙ্গলবার (১ জুলাই) বেলা ১২ টায় নিজ নিজ এলাকায় পৌঁছে তিনি এই সমাধান করায় ওইসব গ্রামের শতশত মানুষের যাতায়াতের পথ সুগম ও উপকৃত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, কুন্দগ্রাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মাদ আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ছোট ঝাঁখইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে গ্রামবাসিদের চলাচলের রাস্তা নিয়ে সংঘটিত বিরোধ, কুন্দগ্রাম কুমারপাড়া কাপেটিং কাজের জন্য জলাবদ্ধতা সৃষ্টি ও তিলোচ শিববাটী বহুমুখি উচ্চবিদ্যালয়ের যাতায়াতের রাস্তায় কাজ না করে ফেলে রাখা নিয় সংশ্লিষ্ট ঠিকাদারদের স্থানীয় বাসিন্দাদের নানা বিরোধ চলে।
এই বিরোধ নিরশনের জন্য আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিমাত আনজুম অনন্যা সরজমিনে পৌঁছে জটিলতার নিরশন করেন এবং দ্রæত রাস্তা নির্মানের কাজ শেষ করার পরামর্শ দেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.