আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা চাঁপাপুর ইউনিয়ন পরিষদের কার্ডধারি সুবিধাভোগিদের মাঝে সরকারি ভি.ডব্লিউ.বি প্রকল্পের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চাঁটপাপুর ইউপি ভবন চত্বরে এই চাল বিতরণ করেন চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপিনর সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সায়েম উদ্দিন, ছিদ্দিকুর রহমান, ইসমাইল হোসেন, সাখওয়াত হোসেন প্রমুখ। অত্র ইউনিয়নে ৩০৮ জন কার্ডধারি সুবিধাভোগিদের মাঝে ৩০ কেজি করে বিনামূল্যে এই চাল বিতরণ করা হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.