আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার আদমদীঘির আমইল সড়কের পাশে নিজ জমিতে লাগানো আম জামসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বত্তরা। গত রোববার দিবাগত রাতে চকসোনার গ্রামে ২৩টি গাছ কেটে ক্ষতি সাধন করা হয়।
এ ঘটনায় গাছের মালিক মনজুর রহমান বুধবার সন্ধ্যায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
গাছের মালিক মনজুর রহমান জানায়, তিনি দুই বছর পুর্বে আদমদীঘি-আমইল সড়কের পাশে চকসোনার গ্রামে ১৭ শতক জমিতে আম জাম কাঠাল সুপারি, কদবেলসহ বিভিন্ন প্রকার ফলজ গাছ লাগিয়ে বাগান ও তা পরিচর্যা করে লালনপালন করে আসছেন। ইতিমধ্যে গাছে মুকুল ও অনেক গাছে ফল এসেছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.