আদমদীঘিতে হেরোইন ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী হজরত গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে মাদক বিরোধী অভিযান চালিয়ে সান্তাহারের তালিকাভুক্ত মাদক বিক্রেতা হজরত আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার নিকট থেকে ৩.৫০ গ্রাম হেরোইন নগদ ১১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।
হজরত আলী সান্তাহার নতুন বাজার এলাকার ছোলেমান আলী খানের ছেলে।
গতকাল সোমবার (০৮ আগস্ট) রাতে সন্তাহার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানার হজরত আলী ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে আসামী করে মাদক আইনে একটি মামলা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিটিসি নিউজকে জানান, অত্র উপজেলায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সান্তাহারসহ বিভিন্ন এলাকায় অভিযান চলে। গতকাল সোমবার (০৮ আগস্ট) রাতে সান্তাহার নতুন বাজার এাকায় অভিযান চালিয়ে ৩.৫০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১১ হাজার ৭৫০ টাকাসহ সান্তাহারের তালিকাভুক্ত মাদক বিক্রেতা হজরত আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম পালিয়ে যায়।
আজ মঙ্গলবার (০৯ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.