আদমদীঘিতে হেরোইনসহ বাসযাত্রী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে যাত্রীবাহি বাস তল্লাশী করে ১শ গ্রাম হেরোইনসহ সুমন পাহান (২৭) নামের এক বাস যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে আদমদীঘির অদুরে শারীব এগ্রো ফার্মের নিকট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন পাহান রাজশাহির গোদাগাড়ী উপজেলার বিশ্বনাথপুর হিন্দুপাড়ার সষ্টি পাহানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী জানান, বুধবার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযান কালে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুর শারীব এগ্রো ফার্মের নিকট চেকপোষ্ট বসিয়ে বাস তল্লাশি করা হয়। এসময় বগুড়াগামী একটি বাস তল্লাশি কালে যাত্রী বসে থাকা সুমন পাহানের ব্যাগ তল্লঅশি করে উল্লেখিত পরিমান হোরাইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে বৃহস্পুতবার আদালতে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.