আদমদীঘিতে সিসি ঢালায় কাজের উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে উন্নয়ন সহয়তা প্রকল্পের আওতায় চার লাখ টাকা ব্যায়ে রাস্তার সিসি ঢালায় কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর কাশিমালকুড়ি গ্রামে এখলাছের বাড়ি থেকে লুৎফর মাস্টারের বাড়ি পর্যন্ত চারশত মিটার এই কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাতিয়ানগ্রাম ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহি উদ্দীন তালুকদার প্রশাসনিক কর্মকর্তা কুদরত-এ-ইলাহী, ইউপি সদস্য মোকলেছার রহমান, সুদের কুমার ঘোষ, মোহসীন আলী, আনোয়ার হোসেন জীবন, আবু তাহের দীপু, আলী মুরর্তজা কিনা, লাবনী আক্তার নাজমা, রিনা খাতুন, সবিতা আক্তার প্রমুখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.