সামাজিক কার্যক্রমব্রেকিং নিউজরাজশাহী আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত By বার্তা কক্ষ On মে ৩১, ২০২২ Share আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, ওসি জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, আব্দুস ছালাম, শামিম উল ইসলাম, নাহিদ সুলতানা প্রমূখ। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.