আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:আদমদীঘিতে এক নজরে “সবজি দেখে খাতায় লিখি’ বসুন্ধরা শুভসংঘের এক ভিন্নধর্মী আয়োজন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় আদমদীঘি উপজেলার তালশন চড়কতলায় এই আয়োজনটি করা হয়।
সবজি দেখে খাতায় লিখি বিষয়ে একটি গামছা বিছিয়ে ১৯ রকমের সবজি সাজিয়ে রাখা হয়।
শুভসংঘের বন্ধুরা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারিদের এসব সবজির নাম ও গুণাগুণ সম্পর্কে ধারণা দেন।
এরপর “সবজি দেখে খাতায় লিখি’ এ বিষয়ে কিশোর-কিশোরী ও শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ৫০ নম্বরের এই পরিক্ষা বেলা ১১ টা থেকে ১টা পর্যন্ত চলে। শতাধিক কিশোর-কিশোরী ও শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
এরমধ্যে বিজয়ী ১৫জনকে পুরস্কৃত করা হয়। বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখার সহ সভাপতি আহসান হাবীব তুহিনের সভাপতিত্বে ও কালের কন্ঠের প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টুর সঞ্চালনায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা শখের পল্লী বিনোদন কেন্দ্রের স্বত্বাধিকারি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বেডো সমৃদ্ধি কর্মসূচির সহকারি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল ও স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন, শিক্ষক শিউলি রানী, সুখি বেগম প্রমুখ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.