আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী যথাযথ ভাবে পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মিদের অংশ গ্রহনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। বাদ যোহর আদমদীঘি রেলস্টেশনের পাশে এমদাদুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপি’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ, বিএনপি নেতা মোখলেছুর রহমান, তাজ উদ্দিন আহমেদ, সুলতান মাহমুদ চঞ্চল, যুবদল নেতা হাজি শামীম আহমেদ, আরিফুল হক রোমান, সাগর হোসেন, তহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, সোহাগ মন্ডল, শরিফুল মোল্লা, ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নাঈম ইবনে হাসান শাওন, বাপ্পি হাসান রাহুল, কৃষক দলের সদস্য সচিব আবু রায়হান, রুবেল হোসেন, মহিলা দলের সভানেত্রী রিনা খাতুন, মৎস্যজীবী দলের সভাপতি কামাল হোসেন, কোকো পরিষদের সভাপতি আতাউর রহমান, জুয়েল রানা, বুলু মাহমুদ ঠান্ডুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অপরদিকে বাদ আছর আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের নেতৃত্বে মডেল মসজিদে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.