আদমদীঘিতে মায়ের সাথে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

অদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে শীতের পিঠা খাওয়া নিয়ে মায়ের সাথে অভিমান করে শামিমা আক্তার ওরফে মাখন (২০) নামের এক কলেজ ছাত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শামিমা আক্তার মাখন আদমদীঘির দক্ষিন গনিপুর গ্রামের আজিজার রহমানের মেয়ে ও নওগাঁ মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী।

গতকাল শুক্রবার রাতে নিজ বাড়ীতে এঘটনা ঘটে। পুলিশ রাতেই মরদেহের সুরতহাল করে দাফনের অনুমতি প্রদান করেন। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।

মামলার তদন্তকারী আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফজলুল হক বিটিসি নিউজকে জানায়, আদমদীঘির দক্ষিন গনিপুর গ্রামের আজিজার রহমানের তিন মেয়ে ও এক ছেলে। এরমধ্যে দুই মেয়ের গ্রামেরই বিয়ে হয়। ছোট মেয়ে শামিমা আক্তার মাখন কলেজে পড়াশুনা করে। গতকাল শুক্রবার দুপুরে শীতের পিঠা খাওয়া নিয়ে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মায়ের সাথে অভিমান করে সন্ধ্যার পর শামিমা আক্তার তার ২য় তলা ঘরের তালার তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুঁলিয়ে থাকতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.