আদমদীঘিতে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ।
সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক এনামুল হক, শিক্ষক সাইফুল ইসলাম, আবু জাকারিয়া, পারভিন আক্তার, সিদ্দিকুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষক-কর্মচারী সমিতির নেতৃবর্গ প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.