BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে মাদরাসা শিক্ষকের ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা

আদমদীঘিতে মাদরাসা শিক্ষকের ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সারা দেশে যখন বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও মাদ্রাসায় একের পর এক শিক্ষক নির্যাতনের মত ঘটনা দেশবাসি দেখছে ঠিক সেই সময় বগুড়ার আদমদীঘি উপজেলার একটি দাখিল মাদ্রাসায় অবসরে যাওয়া মাও: গোলাম রব্বানী নামের এক শিক্ষককে ঘোড়ার গাড়িতে রাজকীয় ভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এই রাজকীয় বিদায় সংবর্ধনাটি এলাকায় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার ইসলামিয়া দাখিল মাদরাসায়।

জানাযায়, আদমদীঘি উপজেলার অন্তাহার ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারি মৌলভি শিক্ষক মাও: কাজি গোলাম রব্বানীর গত বৃহস্প্রতিবার তার শেষ কর্ম দিবস ছিল। বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থিরা তাকে

বিদায় সংবর্ধনা দেয়ার পর শিক্ষক মাও: গোলাম রব্বানীকে নিয়ে তোলা হয় রাজকীয় বেশে জোড়া ঘোড়ার গাড়িতে। এই সময় তার সাথে তার সহধর্মিনী ও তিন সন্তান ছিলেন। মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি বহর নিয়ে তাকে মাদ্রাসা প্রাঙ্গন থেকে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিক্ষকের গ্রামের বাড়ি আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির মঠপুকুরিয়া গ্রামে রাজকীয় ভাবে পৌছে দেন। জোড়া ঘোড়ার গাড়ী চলাচলের সময় দীর্ঘ পথ রাস্তার দু‘পাশে শতশত নারী পুরুষ এ দৃশ্য উপভোগ করেন ও করতালিতে উৎসাহিত করতে দেখা যায়।

মাও: কাজি গোলাম রব্বানী আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক। তিনি একটানা ৩৩ বছর ওই মাদরাসায় সুনামের সাথে সাথে শিক্ষকতা করেেেছন বলে স্থানীয়রা জানান। তিনি পাঠদানের সময় শিক্ষার্থীদের পাঠদানের পাশাপশি নানা ধরনের কিসসা ও গল্প শোনাতেন, এ কারনে এলাকায় তিনি কিসসা হুজুর নামে ব্যাপক পরিচিতি ছিলেন।

সদ্য অবসরে যাওয়া শিক্ষক মাও: কাজি গোলাম রব্বানী এই সংবর্ধনায় অভিভুত হয়ে বলেন, এ ধরনের বিদায় যেন দেশের সকল শিক্ষকের ভাগ্যে জোটে।

তিনি বলেন, আমি কল্পনা করতে পারিনি শিক্ষার্থী ও গ্রামবাসিরা আমাকে এই ভাবে সম্মানীত হরে বিদায় জানাবেন।

তিনি মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও ওই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মিনহাজ হোসেন বলেন, স্যারকে রাজকীয় ভাবে বিদায় সংবর্ধনা দিতে পেরে আমরা ধন্য।

মাদ্রাসার সুপার আব্দুস সালাম বলেন, উনি যে একজন জনপ্রিয় শিক্ষক তা এ ধরনের রাজকীয় বিদায় দেখে অনুধাবন করা যায়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ